নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেল স্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের পার্কিংয়ের ভেতর থেকে এক কেজি গাঁজাসহ এক খুচরা মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
অভিযান পরিচালনাকারী কোতোয়ালী থানার এসআই মোমিনুল হাসান আজাদীকে বলেন, গোপন খবরের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে শাহাবুদ্দিন প্রকাশ রনিকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানায়, সে কুখ্যাত মাদক ব্যবসায়ী বহু মামলার আসামি পাইকারি মাদক বিক্রেতা শাহেদা বেগমের (শাহেদা খালা) থেকে কিনে বেশি দামে ঘটনাস্থলে বিক্রি করছিল।