রেল ক্রসিংয়ে ট্রাক্টর শেষ মুহূর্তে থামল মহানগর গোধূলি

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

ব্রহ্মণবাড়িয়ায় রেল লাইনে আটকে পড়া একটি ট্রাক্টরকে ধাক্কা না দিয়ে আন্তঃনগর ট্রেন মহানগর গোধূলি থামিয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা ও ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবর বিডিনিউজের।
রেল ক্রসিংয়ের ওপর ইটবোঝাই একটি ট্রাক্টর বিকল হয়ে আটকে ছিল। শেষ মুহূর্তে ট্রেনটি থামানো সম্ভব হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম জানান, সন্ধ্যায় মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর লেভেল ক্রসিংয়ে ইটবোঝাই ট্রাক্টরটি চোখে পড়ে চালকের। এ সময় ট্রেনচালক আবুল হাশেম জরুরি ব্রেক চেপে ট্রেনটি দাঁড় করান। পরে লেভেল ক্রসিং থেকে ট্রাক্টরটি সরানো হলে ২০ মিনিট পর ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
মাজহারুল করিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ইটবোঝাই ট্রাক্টরটি লেভেল ক্রসিংয়ে আটকা পড়েছিল। ট্রেনের চালক তার দক্ষতায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ট্রেনটি দাঁড় করান। এতে করে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশান্তি চুক্তি বাস্তবায়ন আরও একধাপ এগোল : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধওমিক্রন ইস্যুতে বিধিনিষেধ আজ থেকে কার্যকর