চট্টগ্রামের কোতোয়ালি থানার গোয়ালপাড়ায় রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- মো. শুক্কুর (৩৮), মো. আরিফ (৩০) ও তাসলিমা আকতার (২৫)।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়ালপাড়ায় রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ঘটনায় মামলা নেওয়া হয়েছে। সোমবার (৭ মার্চ) দিনগত রাতে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দাযের করেন হামলার শিকার রেলের ইলেকট্রিক বিভাগের খালাসী সুজন দাশ।
মামলায় নয়জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো দেওয়া হয়েছে।
এর আগে সোমবার সকালে রেলের পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি সংলগ্ন গোয়ালপাড়াতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলা, মারধরের শিকার হন রেলওয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী এনায়েত উল্লাহসহ সাত কর্মচারী।