রেলে শূন্য পদ ২২ হাজার ৭০৪

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:২৯ পূর্বাহ্ণ

রেলওয়ের ২২ হাজার ৭০৪টি শূন্যপদের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির তিন হাজার ২৫৩টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। খবর বিডিনিউজের।

সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির ২০১, দ্বিতীয় শ্রেণির এক হাজার ৬০১, তৃতীয় শ্রেণির আট হাজার ৫৭৫ এবং চতুর্থ শ্রেণির রয়েছে ১২ হাজার ৩২৭টি।

এসব শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির ১৪টি ও দ্বিতীয় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা ইতোমধ্যে সরকারি কর্মকমিশনপিএসসিতে পাঠানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাত হাজার ৩৫১টি পদের ছাড়পত্র পাওয়া গেছে।

এর মধ্যে তৃতীয় শ্রেণির ৪৪১টি এবং চতুর্থ শ্রেণির দুই হাজার ৮১২টিসহ তিন হাজার ২৫৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৭ জুন এএলএম গ্রেড২ ও গার্ড গ্রেড২ পদের নিয়োগ পরীক্ষা হবে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসাধীন অবস্থায় চমেকে হাজতির মৃত্যু
পরবর্তী নিবন্ধআইনি লড়াইয়ে হেরে গেলেন নৌকার প্রার্থী রাসেল