যাত্রীদের চকলেট এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সুবর্ণ এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানানো হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফকির মো. মহিউদ্দিন সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ ব্যাপারে চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেসের যাত্রীদের এবং সকাল ৯টায় পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা। চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেবা সপ্তাহের উদ্বোধন করেন। সেবা সপ্তাহ উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলে গঠন করা হয়েছে ৭টি টাস্কফোর্স। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত রেলওয়ের কর্মকর্তা ট্রলি যোগে বিভিন্ন স্টেশন পরিদর্শন করবেন। এবং যাত্রীদের সাথে কথা বলবেন। তাদের সমস্যা এবং পরামর্শ গ্রহণ করবেন। প্ল্যাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেনে পানি-লাইটের অবস্থা এবং ট্রেনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও দেখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এফ এম মহিউদ্দিন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তারেক মোহাম্মদ সামছ তুষার, সিএসটিই মো. মিজানুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত, ডিএন-১ আব্দুল হামিদ মুকুল, ডিএন-২ হাবিবুর রহমান, আরএনবির চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম, চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।