অবশেষে রেলে নিয়োগ জট খুলছে। দীর্ঘদিন মামলাসহ নানা জটিলতায় নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। এবার সেই জটিলতার অবসান ঘটেছে। খালাসি, সহকারী স্টেশন মাস্টার, পয়েন্টস ম্যানসহ বিভিন্ন পদে দেয়া হচ্ছে নিয়োগ। এছাড়া আসছে আরো বড় বড় নিয়োগ। খালাসি পদে নিয়োগ দেয়া হচ্ছে ১ হাজার ৮৬ জনকে। পয়েন্টস ম্যান পদে নিয়োগ দেয়া হচ্ছে ৭৬২ জনকে। এছাড়া সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ দেয়া হচ্ছে ৫৬০ জনকে।
৮ ডিসেম্বর খালাসি পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলপথ মন্ত্রণালয়। সারা দেশে এই পদে ১ হাজার ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক একেএম আব্দুল্লাহ আল বাকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
জানা যায়, খালাসি পদে পাবনা ও লালমনিরহাট জেলার বাসিন্দা ছাড়া অন্য অঞ্চলের নাগরিকরা আবেদন করতে পারবেন। এই পদের জন্য ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। ২০২০ সালে যাদের বয়স ৩০ পূর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। আবেদন করতে হবে (িি.িৎধরষধিু.মড়া.নফ) এ ঠিকানায়। আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ২০২২ সালের ২৬ জানুয়ারি।
এদিকে পয়েন্টস ম্যান পদে ৭৬২ জনকে নিয়োগ দেয়া হচ্ছে। এই পদে আবেদনের শেষ সময় চলতি মাসের ২৮ তারিখ। এই পদেও পাবনা ও লালমনিরহাট জেলার বাসিন্দা ছাড়া অন্য অঞ্চলের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন।
এদিকে রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সহকারী স্টেশন মাস্টার পদে প্রথমে ২৩৫ জন নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তি দেয়া হলেও পরবর্তীতে ৫৬০ জন নিয়োগের সংশোধন বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে। সারা দেশের সব জেলার প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। সহকারী স্টেশন মাস্টার পদের প্রার্থীদের আবেদনের শেষ সময় ছিল নভেম্বরের ২২ তারিখ পর্যন্ত। দীর্ঘদিন ধরে রেলওয়েতে বিভিন্ন পদে লোকবল নিয়োগ বন্ধ থাকায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল লোকবল সংকটে হিমশিম খাচ্ছে। রেল ভবন সূত্রে জানা গেছে, সাড়ে ১৪ হাজার কম জনবল নিয়ে খুঁড়িয়ে চলছে রেলওয়ে। এবার রেলওয়ের জন্য সুখবর হচ্ছে, আগের তুলনায় ১০ হাজারের বেশি জনবল বাড়িয়ে মোট ৪৭ হাজার ৬৩৭ জনবল অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ ৮ জুলাই প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকেও চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। নতুন জনবল কাঠামোর তুলনায় রেলওয়েতে শূন্য পদ রয়েছে ২৪ হাজার ৩৫৭ জন। ইতোমধ্যে রেলওয়ে নতুন জনবল নিয়োগ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১৩ থেকে ১৪ হাজার জনবল নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু করেছে।
জানা গেছে, দীর্ঘদিন রেলওয়েতে বড় নিয়োগের ঘটনা ঘটেনি। সর্বশেষ ২০১৯ সালের আগস্টে অস্থায়ীভাবে সৃজন করা ১৯০টি গেটকিপার পদে নিয়োগ চূড়ান্ত করা হয়। নিয়োগ নিয়ে মামলা জটিলতা ও নতুন নিয়োগবিধির অভাবে দীর্ঘদিন ধরে জনবল নিয়োগ দেওয়া যাচ্ছে না রেলওয়েতে। পুরাতন নিয়োগবিধির আলোকে বিভিন্ন ক্যাটাগরির কিছু নিয়োগ পর্যায়ক্রমে হলেও নতুন নিয়োগবিধি হওয়ার পর গত আড়াই বছরে কোনো নিয়োগ হয়নি।
এদিকে প্রতি বছর অবসরে যাচ্ছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। ফলে নিয়োগ প্রক্রিয়া চলমান না থাকায় জনবল শূন্যতা বেড়েই চলেছে। বর্তমানে পূর্বাঞ্চলে মঞ্জুরিকৃত পদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির স্টেশন ম্যানেজার, স্টেশন মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা, এলএম, এএলএম, ওয়েম্যান, খালাসি, পয়েন্টম্যানসহ কয়েক হাজার জনবল সংকট রয়েছে রেলওয়ে প্রশাসনে।