রেলের স্বার্থে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করব

পূর্বাঞ্চলের নতুন জিএম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন জিএম (মহাব্যবস্থাপক) হিসেবে দায়িত্ব নিয়ে অফিস করলেন জাহাঙ্গীর হোসেন। গতকাল সোমবার সকালে দায়িত্ব বুঝে নিয়ে অফিস করেছেন তিনি। অপরদিকে সরদার শাহাদাত আলী বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) পদে যোগদান করেছেন। গতকাল সিআরবিতে জিএম এর দায়িত্ব নেয়ার পর জাহাঙ্গীর হোসেন আজাদীকে জানান, জিএম এর দায়িত্ব পেয়ে অফিস করছি। আমি পূর্বাঞ্চলে আগেও দায়িত্ব পালন করেছি। তখনও রেলের স্বার্থে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছি। এখন নতুন দায়িত্ব পেয়েছি, দায়িত্ব আরো বেড়েছে। রেলের স্বার্থে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করব।
উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন এর আগে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, প্রধান পরিকল্পনা কর্মকর্তা, অতিরিক্ত প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, খুলনা থেকে মোংলা পোর্টের রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধআরো প্রণোদনা চায় বিজিএমইএ