রেলওয়ে পূর্বাঞ্চলের শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ সংঘবদ্ধ অসাধু চক্রের মাধ্যমে পাচার করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। বিষয়টি দুদকের নজরে পড়ায় গতকাল মঙ্গলবার নগরীর পাহাড়তলীতে থাকা চট্টগ্রাম রেলওয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এবং পাহাড়তলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালিয়েছে দুদকের একটি টিম। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন দুদক কর্মকর্তারা।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট দপ্তর থেকে অভিযোগ সম্পর্কিত তথ্য ও আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে জানিয়ে সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন আজাদীকে বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ সংঘবদ্ধ অসাধু চক্রের মাধ্যমে পাচার করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন সংক্রান্ত একটি অভিযোগ ওঠে। বিষয়টি আমাদের নজরে পড়লে আজ (গতকাল) পাহাড়তলীতে থাকা চট্টগ্রাম রেলওয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এবং পাহাড়তলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালাই। এ সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে অভিযোগ সম্পর্কিত তথ্য ও আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অবশিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে তা পর্যালোচনা করে শীঘ্রই কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।