রেলের সম্পদ চুরিতে সিন্ডিকেট

দুই লক্ষাধিক টাকার মালামালসহ আটক ৩

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৪ অপরাহ্ণ

নগরীর দেওয়ানহাট এলাকা থেকে রেলওয়ের প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের চোরাই মালামালসহ ৩ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরএনবির সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন মো. শরিফ (২৬), নুরুজ্জামান (৩২) ও সোহেল ভূঁইয়া (২৫)। ঘটনাস্থল থেকে দুই আসামি পালিয়ে যায়। আটককৃতরা রেলের মালামাল চুরি সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে জানা গেছে। আসামিদের কাছ থেকে ১০টি অ্যালুমিনিয়াম হাউজিং ফ্রেম ও ১টি অ্যালকালাইন ব্যাটারি সেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, রেলের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে আটক আসামিরা রেলসম্পদ চুরির অপকর্মে দীর্ঘদিন থেকে জড়িত। আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে রেলওয়ের সম্পদ অবৈধ দখল ও উদ্ধার আইনে মামলা করা হয়েছে বলে জানান আরএনবি সিআই সালামত উল্লাহ। আরএনবি অ্যাসিসটেন্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক ও সন্দিগ্ধদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। আরএনবি চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট শফিক মৃধা বলেন, রেলসম্পদ পাচারের সাথে যে সকল কর্মকর্তা-কর্মচারী জড়িত, তদন্তে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে আরএনবি বিভাগের একটি বিশেষ টিম তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আরেক ব্যর্থ প্রেমিকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধমেয়রকে চসিকের ডাক্তারদের স্মারকলিপি