রেলের নিরাপত্তা কর্মীর ওপর হামলা

বন্ধ স্টেশনে প্রবেশে বাধা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেল স্টেশনে দায়িত্বরত অবস্থায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা চালিয়ে দুর্বৃত্তরা রেল লাইন ধরে কদমতলী ক্রসিং দিয়ে পালিয়ে যায়। হামলায় আহত আরএনবি সদস্যের নাম ইমরান হোসেন।
গত শুক্রবার রাত ১১টায় এই ঘটনা ঘটলেও গত রোববার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম রেল স্টেশনের টিআই সালামত উল্লাহ। তিনি আজাদীকে জানান, গত শুক্রবার রাতে কদমতলী রেল স্টেশনে দায়িত্বরত অবস্থায় ছিলেন আরএনবি সদস্য ইমরান হোসেন। এসময় কদমতলী ক্রসিং দিয়ে ১০/১৫ জন যুবক স্টেশনের দিকে আসছিল। কাছাকাছি আসলে আরএনবি সদস্য ইমরান হোসেন তাদেরকে বাধা দিলে তারা ইমরান হোসেনকে মেরে আহত করে পালিয়ে যায়।
এই ঘটনায় সদরঘাট থানার এসআরবি বালুর মাঠ এলাকার মো. জামালউদ্দিনের ছেলে মো. শান্ত (২১), ডবলমুরিং থানার রেলওয়ে স্টেশন কলোনীর আব্দুল গফুর (৩৫), ডবলমুরিং থানার পোড়া কলোনীর রেলগেইট এলাকার মো. বাবুলের ছেলে মো. রানা (২১), মো. মিজানুর রহমানের ছেলে মো. আরিফসহ (২৩) আরও ১০/১২ জনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্রতি সিটে যাত্রী, ভাড়া দ্বিগুণ