রেলের গেইটম্যানকে মারধর করে এএসআই ক্লোজড

আজাদী অনলাইন | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ৯:৩৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে রেললাইনের গেইটম্যানকে মারধরের অভিযোগে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) রাত ১১টায় সীতাকুণ্ড কুমিরা রেলওয়ের গেইটম্যান মো. মাহবুবুর হোসেন প্রকাশ বিপ্লবকে(২২) মারধর করেন এএসআই জাহাঙ্গীর আলম।
সূত্র জানায়, ঢাকামুখী ট্রেন আসায় কুমিরা রেলগেইট বন্ধ ছিল। হঠাৎ এএসআই জাহাঙ্গীর একটি মোটরসাইকেলকে ধাওয়া করেন। মোটরসাইকেলটি রেল লাইনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এ সময় এএসআই জাহাঙ্গীর এসে গেইট খোলার কথা বলেন। বাংলানিউজ
তবে গেইটম্যান বিপ্লব ট্রেন আসার কথা জানিয়ে গেইট খুলতে অস্বীকৃতি জানান। পরে জাহাঙ্গীরের নির্দেশে সাথে থাকা কনস্টেবলরা গেইট খুলতে শুরু করলে জাহাঙ্গীর ও বিপ্লব তর্কে জড়ান। এক পর্যায়ে বিপ্লবকে পিটিয়ে আহত করেন জাহাঙ্গীর।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “প্রাথমিক তদন্ত শেষে তৎক্ষণিকভাবে এএসআই জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম বলেন, “শনিবার এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে চোরাই অটোরিকশা সহ আটক ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত আরো ৯২