রেলের ইঞ্জিনের সাথে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে মাইক্রোবাস

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ট্রেনের একটি ইঞ্জিন ফৌজদারহাট হয়ে পাহাড়তলী ওয়ার্কশপে আসার পথে বাংলাবাজার রেললাইনে এই ইঞ্জিনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে।

গতকাল দুপুর ২টায় উত্তর কাট্টলী বাংলাবাজার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে বলেন, সিজিপিওয়াই থেকে ২২১৪ সিরিয়ালের ইঞ্জিনটি পাহাড়তলী আসার পথে নগরীর উত্তর কাট্টলী এলাকায় ইঞ্জিনের সাথে ঢাকা মেট্রো ছ১৩৮৪৭৭ নাম্বারের একটি মাইক্রোবাসের জোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ইঞ্জিনেরও কোনো ক্ষতি হয়নি। ইঞ্জিনটি পাহাড়তলী ওয়ার্কশপে চলে গেছে।

পূর্ববর্তী নিবন্ধদুই আলুর আড়ত ও ফার্মেসিকে জরিমানা
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহরণের দুদিন পর ‘মুক্তিপণ দিয়ে’ ফিরলেন ২ জেলে