রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম (মহাব্যবস্থাপক) সরদার সাহাদাত আলীকে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। অপরদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন জিএম (মহাব্যবস্থাপক) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো. জাহাঙ্গীর হোসেন।
গতকাল রোববার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. আব্দুর রহিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলির আদেশে জানা গেছে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া জাহাঙ্গীর হোসেন খুলনা থেকে মোংলা পোর্টের রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক। চলতি বছরের জুনে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ অবসরে যাওয়ার পর সরদার সাহাদাত আলীকে মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়। পদোন্নতি পেয়ে বদলির আদেশ প্রসঙ্গে সরদার সাহাদাত আলী আজাদীকে বলেন, আমাকে যখন পূর্বাঞ্চলের জিএম এর দায়িত্ব দেয়া হয়েছিল সেদিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আন্তরিকতার সাথে এবং সততার সাথে দায়িত্ব পালন করেছি। যখনই আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে রেলের উন্নয়নে আমি সব সময় আন্তরিক ছিলাম। বর্তমানে আমাকে যে পদে দায়িত্ব দেয়া হয়েছে সেখানেও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবো। উল্লেখ্য, নতুন জিএম জাহাঙ্গীর হোসেন এর আগে পূর্বাঞ্চলের ডিআরএম হিসেবে দায়িত্ব পালন করেছেন।