রেলিগেশন পর্বে শতদল জুনিয়রের জয়লাভ

১ম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের প্রথম খেলায় শতদল জুনিয়র জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শতদল জুনিয়র ৪ উইকেটে নিমতলা লায়ন্স ক্লাবকে পরাজিত করে। টসে জিতে শতদল জুনিয়র প্রথমে ব্যাট করতে পাঠায় নিমতলা লায়ন্স ক্লাবকে। ৪৪.৩ ওভার ব্যাট করে নিমতলা ১৮২ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে ওপেনার তাসরিফুল ইসলাম ৫৯,আবুল হোসেন মুন্না ৪৫, রুবেল উদ্দিন ২০ এবং মোরসালিন খান ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। শতদল জুনিয়রের পক্ষে সাদমান ৩২ রানে একাই ৫টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান তানভীর।

জবাবে শতদল জুনিয়র ৩১.৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলে নেয়। দলের ফাহিম ইবনে আশরাফ ৭৬ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৯টি চার এবং ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। যদিও তার সর্বোচ্চ রানের এ ইনিংসটি দলকে জেতাতে সাহায্য করেনি। এছাড়া তানভীর ১২ বলে অপরাজিত ৩৪ রান করেন। অন্যদের মধ্যে জিহাদুল ইসলাম ২৫,সাখাওয়াত ১৮ এবং সুহু ১০ রান করে। অতিরিক্ত থেকে আসে ১২ রান। নিমতলা লায়ন্স ক্লাবের পক্ষে ইমন ৩টি এবং উত্তম সরকার ২টি উইকেট লাভ করেন। আজ সুপার লিগ পর্বে কোয়ালিটি স্পোর্টস এবং রাইজিং ষ্টার জুনিয়র প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধটরন্টোতে শাফিনের গানে-গিটারে মেতে উঠবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’
পরবর্তী নিবন্ধএম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন টেকওয়ে রেস্টুরেন্টের বরাদ্দ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ