রেলিগেশন পর্বে টানা জয় বক্সিরহাট ও পাথরঘাটার

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:২৩ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের খেলায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বক্সিরহাট ইয়ং মেন্স ক্লাব এবং পাথরঘাটা দূর্বার সাংষ্কৃতিক গোষ্ঠী। অন্যদিকে মাদারবাড়ী উদয়ন সংঘ এবং টাউন ক্লাব টানা দ্বিতীয় হারের মুখ দেখেছে। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বক্সিরহাট ইয়ং মেন্স ক্লাব ১৫৩ রানের ব্যবধানে মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করে। টসে জিতে বক্সিরহাট প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় উদয়ন সংঘের বিপক্ষে। এ সংগ্রহের পেছনে ছিলেন ওপেনার আবরার আনাস। তার সেঞ্চুরি সমৃদ্ধ ১৩৫ রানের ইনিংসের ওপর ভর করে বক্সিরহাট ঐ রান সংগ্রহ করে। ১১৬ বল খেলে ১৫টি চার এবং ৩টি ছক্কা হাঁকান তিনি।
তাকে যোগ্য সহায়তা দেন আসিফুল হাসান ৫২, গৌতম দাশ ৩৪,আমিনুল ইসলাম ২৭, সাজ্জাদুর রহমান অপ. ২৫ এবং মেহরাজ মাহমুদ ১৫ এবং তালহা চৌধুরী ১০। অতিরিক্ত রান হয় ২৬।
উদয়ন সংঘের হুমায়ুন রশিদ, মো. শাহাদাত এবং তানজীদ প্রত্যেকে ৩টি করে উইকেট পান। জবাব দিতে নেমে মাদারবাড়ী উদয়ন সংঘ ৪৪.৩ ওভার খেলে ১৭৮ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২৯ থেকে। এছাড়া সকিব টিপু ২৩, মো. মাশরাফি ১৮, শাহনেওয়াজ সিরাজ ১৮, মিজানুর রহমান ২০, শাহাদাত হোসেন ১৮, ফখরুল ইসলাম ১৬, মুরসালিন সাফি ১৪ এবং তুহিন আফ্রিদি ২১ রান করেন। বক্সিরহাটের সাজ্জাদুর রহমান,তানভীর হোসেন, তালহা চৌধুরী এবং সাইদ আনোয়ার প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান হাসান আকরাম এবং আসিফুল হাসান।
মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত এ পর্বের অপর খেলায় পাথরঘাটা দূর্বার সাংষ্কৃতিক গোষ্ঠী ১০১ রানের ব্যবধানে টাইন ক্লাবকে পরাজিত করে। টসে জিতে পাথরঘাটা প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে তারা। ওমর ফারুক ৬০,রিফাত হোসেন অনি ৫৩,আদিত্য সরকার অপরাজিত ৪৫ এবং হাবিবুল বাশার ১৬ রান করেন। অতিরিক্ত রান হয় ৪৮। টাইন ক্লাবের তাওসিফ ৪টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান মাহমুদুল হাসান, সারফারাজ নেওয়াজ এবং সুজন।
টাউন ক্লাব ব্যাট করতে নেমে ৪০.৫ ওভার খেলে ১৪৫ রানে অলআউট হয়। তাদের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৩৭ থেকে। এছাড়া তাওসিফ ২২,আরশি হান্নান ১৭,মারুফ ১২,মাহমুদুল হাসান ২৫ এবং সারফারাজ ওনয়োজ অপ. ১১ রান করেন।
পাথরঘাটার আবদুল সামাদ ৩টি এবং হাবিবুল বাশার ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট নেন রিফাত হোসেন,রাইসুল ইসলাম, জাহিদুল এবং আবির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধঅবসরে অ্যাশলে বার্টি
পরবর্তী নিবন্ধচিটাগাং রয়েলের কোচ হেলালকে দুই মৌসুমের জন্য বহিষ্কার