সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার উপর ও ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করেন এবং দোকানদারদের সতর্ক করেন। গতকাল রবিবার দুপুরে মেয়র ওই এলাকায় পরিদর্শনকালে ফুটপাত ও রাস্তার উপর দোকানের মালামাল রাখায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “একটি গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। ফুটপাত ও রাস্তা দখল করে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না।” মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে বসে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেন এবং নালা–নর্দমায় ময়লা–আবর্জনা না ফেলার জন্য সচেতনতা তৈরি করতে আহ্বান জানান। তিনি আরও বলেন, “চট্টগ্রাম শহর সবার। শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে। সিটি করপোরেশন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, কিন্তু নাগরিক সচেতনতা ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।” প্রেস বিজ্ঞপ্তি।