রেললাইনে হাতি দেখে থেমে যায় ট্রেন, পরে বগিতে ধাক্কা হাতির

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৫০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ব্যারিয়ারের ভেতর ঢুকে থেমে যাওয়া ট্রেনে একটি বন্যহাতির ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছলে রেললাইনের উপর বন্যহাতি দেখতে পান ট্রেনচালক। জরুরি ব্রেক চেপে ট্রেনটি থামানো হয়। ঘন ঘন হুইসেল দেয়ার পর বন্যহাতিটি রেললাইন থেকে নেমে যায়। এর কিছুক্ষণ পর ট্রেনের মাঝখানের একটি বগিতে গিয়ে একাধিকবার ধাক্কা দেয় বন্যহাতিটি।

রিদওয়ান সাইমুন নামে ট্রেনের এক যাত্রী জানান, চুনতি অভয়ারণ্যে ট্রেন এলিফ্যান্ট ওভারপাস অতিক্রম করার আগে সামনে একটি বন্যহাতি দেখতে পেয়ে ট্রেন একেবারে থেমে যায়। ওই সময় ট্রেনে ধাক্কা দেয়া হাতিটি রেলপথ থেকে অনেক দূরে ছিল। তবে যাত্রীরা হাতি দেখে চেঁচামেচি করতে থাকলে বন্যহাতিটি ট্রেনের কাছে এসে ধাক্কা দিতে থাকে। পরে ট্রেন ধীরগতিতে চলে ঘটনাস্থল ত্যাগ করে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন জানান, অভয়ারণ্য রেঞ্জে অফিসের উত্তর পাশে রেললাইনের উভয় পাশে থাকা ব্যারিয়ারের ভেতর হাতির পায়ের চাপ দেখা গেছে। সেখানে ট্রেনের বগিতে বন্যহাতির ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওভারপাস অতিক্রম করার আগে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা সকালে গিয়ে বন্যহাতির পায়ের চাপ দেখে নিশ্চিত হওয়া যাবে

পূর্ববর্তী নিবন্ধমাইলস্টোনের শিক্ষিকা মাহরিনের সাহসের প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারের আওলাদ ডা. সৈয়দ দিদারুল মাইজভাণ্ডারীর ইন্তেকাল