স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জের ধরে সারাদিন ক্যাম্পাসে উত্তেজনা ও বিক্ষোভের পর সন্ধ্যায় সংলগ্ন রেললাইনে আগুন দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের চারুকলা অনুষদের পাশের রেললাইনে শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেয় বলে মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা রেললাইনে আগুন দিয়ে অবরোধ করে রেখেছে। এদিকে রেললাইনে দেওয়া আগুনে আটকা পড়েছে ছয়টি ট্রেন। ট্রেনগুলো রাজশাহী স্টেশনে প্রবেশ ও স্টেশন ত্যাগ করার কথা। খবর বিডিনিউজের।
সেখানে দায়িত্ব পালনরত কয়েকজন সংবাদকর্মী বলেন, এ সময় কিছু শিক্ষার্থী চারুকলা অনুষদের অঙ্গনে থাকা কাঠের ভাস্কর্য, শোভাযাত্রার বড় রেপ্লিকা এনে আগুনে পুড়িয়ে দেয়। কয়েকজনকে রেলের স্লিপারও তোলার চেষ্টা করতে দেখা গেছে। তবে ওসি বলেছেন, তিনি ভাস্কর্য ও ডামিতে আগুন দেওয়ার মতো কোনোকিছু দেখেননি বা শুনেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারুকলার তিন পাশ ঘিরেই পুলিশ রয়েছে। তবে তারা শিক্ষার্থীদের বাধা দিচ্ছে না। রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশের সংখ্যাও বাড়ছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের পর বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এলাকায় অবস্থান নিয়ে ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় সেখানে তারা টায়ারে আগুনও দেয়।
এ সময় এই রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করলেও কোনো বাস চলাচল করেনি। সন্ধ্যার দিকে এই বিক্ষোভকারীরা চারুকলা অনুষদের পাশে রেললাইনে এসে অবরোধ তৈরির চেষ্টা করে। শুরুতে তাদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে সেখানে এক থেকে দেড়শ শিক্ষার্থী ছিলেন।
বাসের যাত্রী একজন শিক্ষার্থীর সঙ্গে পরিবহন শ্রমিকদের ভাড়া ও সিটে বাস নিয়ে কথা কাটাকাটির জেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা–রাজশাহী মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট সংলগ্ন এলাকায় সংঘর্ষের সূচনা হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে ধাওয়া–পাল্টা ধাওয়া, সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটের পাশে সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েকটি দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু দোকানে হামলার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে বিনোদপুর গেইট সংলগ্ন পুলিশ বক্সেও। সেখানে পুলিশের একটিসহ মোট মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।