লোহাগাড়ায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে মোহাম্মদ আলমগীর (৫২) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ডলুকুল এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। আলমগীর সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকার মৃত কবির আহমদের পুত্র ও ৪ সন্তানের জনক।
জানা যায়, হাঁটতে গিয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে ক্ষতবিক্ষত এক ব্যক্তির মরদেহ দেখতে পান। মরদেহের পরনে লুঙ্গি ও গায়ে চাদর ছিল। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, সকালে এই রুটে দুটি ট্রেন চলাচল করেছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, সকাল ৭টার দিকে ওই ব্যক্তি কঙবাজারগামী কঙবাজার এঙপ্রেস ট্রেনে কাটা পড়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরী জানান, আলমগীর পেশায় দিনমজুর ছিলেন। প্রায় ৪ বছর আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকে আলমগীর ভবঘুরে ছিলেন। তার স্ত্রী ছেলেদের সাথে চট্টগ্রাম নগরীতে থাকেন। ট্রেনে কাটা পড়ে আলমগীরের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কঙবাজার রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ–পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি জানান, নিহতের সুরতহাল লিপিবদ্ধ করা হয়। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।












