রেলমন্ত্রী চট্টগ্রাম আসছেন আজ

পরিদর্শন করবেন সাঙ্গু নদীর উপর রেলওয়ে সেতু দোহাজারী রেলওয়ে স্টেশনের কাজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বিভিন্ন কাজের আগ্রগতি পরিদর্শন করতে করতে সড়ক পথে আজ চট্টগ্রাম আসবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সকাল সাড়ে ১১ টায় সাতকানিয়া উপজেলার হাইওয়ে ক্রসিং এলাকায় প্রকল্পের নির্মাণ কজের অগ্রগতি পরিদর্শন করবেন মন্ত্রী। এরপর দুপুর ১২টায় সাঙ্গু নদীর উপর নির্মাণাধীন রেলওয়ে সেতুর গার্ডার স্থাপনের কাজ পরিদর্শন করবেন। সেখান থেকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বেলা ১২টা ২০ মিনিটে দোহাজারী রেলওয়ে স্টেশনের কাজ পরিদর্শন করবেন। এরপর সড়ক পথে সিআরবি পাহাড়ে রেলওয়ে রেস্ট হাউজে আসবেন তিনি। সন্ধ্যা ৭টায় আগ্রাবাদস্থ একটি হোটেলে ওয়াটার এইড বাংলাদেশ এবং বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে রেলকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে পারস্পরিক শিখন কর্মসূচি এবং রেলওয়ে স্টেশনসমূহে আধুনিক টয়লেট নির্মাণ ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী। ২৫ সেপ্টেম্বর সকাল ৭টা ২০ মিনিটে রেলমন্ত্রী চট্টগ্রাম স্টেশন থেকে বিজয় এঙপ্রেস ট্রেনে করে কুমিল্লা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে গতকাল এবং গত পরশু দুইদিন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন চট্টগ্রাম-কঙবাজার রেললাইনের বিভিন্ন কাজের অগ্রগতি পরির্দশন করেন। এরমধ্যে ২২ সেপ্টেম্বর মন্ত্রী সকাল ১১টায় কঙবাজার শহরের কাছে আইকনিক স্টেশন বিল্ডিং নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন, এরপর বেলা ১২টায় রামু আণ্ডারপাস এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে বেলা ১টায় পানির ছড়া এলাকার রেলওয়ের ট্র্যাক নির্মাণের অগ্রগতি পরিদর্শনে যান তিনি। এরপর বেলা দেড়টায় ঈদগা রাবার ড্যাম এলাকায় ১২৪ নম্বর ব্রিজ পরিদর্শন করেন। গতকাল ২৩ সেপ্টেম্বর ডুলাহাজরা নির্মাণাধীন রেলওয়ে স্টেশন ভবন ও অন্যান্য স্থাপনা পরির্দশন করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅন্যের স্বর্ণের বার নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা, পরে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস