নারায়ণগঞ্জ শহরে একটি রেল ক্রসিংয়ে যানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছে; আহত হয়েছে আরও কমপক্ষে পাঁচজন।
শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় আজ রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ
হতাহতরা বাসের যাত্রী নাকি পথচারী তাৎক্ষণিকভাবে তাও নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ্ জামান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় যানজটের কারণে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ‘আনন্দ পরিবহনের’ একটি বাসকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে বাসটি ২০ থেকে ২৫ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওসি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আনন্দ পরিবহনের বাসটি শহরের নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন বলেন, “দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের একটি পা উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”