বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম স্টেশনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বিভাগের ৩১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী (২০২১-২২) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে এসএম/ষোলশহর জাফরুল্লাহ মজুমদারকে সভাপতি এবং এসএম/জান আলী হাট আবদুস সালাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়। এদিকে গতকাল নগরীর মোটেল সৈকতে বিভাগীয় সম্মেলনের আয়োজন করে বিভাগীয় কমিটি। একইদিন বিদ্রোহী পক্ষ বিভিন্ন দাবি নিয়ে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় মানববন্ধনের আয়োজন করে। তারাও পাল্টা কমিটি ঘোষণা করে।