রেলওয়ে স্টেশন কলোনি ফ্যানস ক্লাব আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সমাজ সেবক, ক্রীড়া অনুরাগী ও এস এ কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ শাহ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লা চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নীলু নাগ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাওছার হোসেন বাবু, এ্যাডভোকেট আনোয়ার হোসেন আযাদ, জহির উদ্দিন আহমেদ, মো. আবদুল হাই, মো. জানে আলম, মো. হারুন, রাইসুল ইসলাম রুমন, ফজলুল হক রমেল, নজরুল ইসলাম, রকিবুল আলম সাজ্জী, পার্থ প্রতিম নাহা রনি, সাজ্জাদ হোসেন, আবুল হাসান আকন্দ, সাইদুর রহমান বাবু, আবদুল মতিন, রিমন দাস, মো. তানবির আহমেদ মিশুক, শওকত হোসেন সজল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম মাঝহারুল ইসলাম সোহেল। টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠ ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নামানুসারে এ আটটি দলের নামকরণ করা হয়েছে।