মার্কিন যুক্তরাষ্ট্রের ওরল্যান্ড শহরে অনুষ্ঠিত ১০৭তম আন্তর্জাতিক লায়ন্স কনভেনশনে যোগদান শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু এবং লেডি গভর্নর লায়ন শিরিন আক্তার কাশফি। বেলা ১২:২০ মিনিটে তাঁরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌছালে তাঁদের লায়ন ও লিওদের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি লায়ন নিশাত ইমরান, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারী লায়ন মোঃ আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, গেট টীমের কো–অর্ডিনেটরবৃন্দ ও অসংখ্য লায়ন নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির ট্রেজারার ও লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন মোঃ খলিল উল্লাহ চৌধুরী সাকিব এবং অভ্যর্থনা কমিটির সকল সদস্যবৃন্দ, লিও জেলা সভাপতি লিও শওকত ও তার টীমের সদস্যবৃন্দ।
এ সময় জেলা গভর্নর তাকে এই আন্তরিক ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য জেলার সকল লায়ন ও লিও নেতৃবৃন্দর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এ বছরের ডাক ুটহরঃু গধশবং চৎড়ংঢ়বৎরঃু–একতাতে সমৃদ্ধি সফলতার জন্য সবাইকে একসাথে কাজ করার আশা প্রকাশ করেন। তিনি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট কল ুখবধফ ঃড় ঝবৎাব, ঝবৎাব ঃড় ষবধফ” এর সফল বাস্তবায়নের জন্য সকল লায়ন্স ক্লাব কর্মকর্তাদের অনুরোধ করেন। আগামী ১৬ আগস্ট চিটাগাং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনুষ্টিতব্য যৌথ অভিষেক অনুষ্ঠান ও প্রথম কেবিনেট মিটিং সফল করে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।