রেলওয়ে সরকারি হাইস্কুলের সামনে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে স্মারকলিপি

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সীমানা অনুযায়ী জরুরিভিত্তিতে ফুটপাত ওয়াকওয়ে নির্মাণের দাবিতে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নিকট স্মারকলিপি দিয়েছেন স্কুলের প্রাক্তন ছাত্ররা। স্কুলের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কালে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের প্রতিনিধি হিসেবে মহিন উদ্দিন, লিটন চৌধুরী রিংকু উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকালে মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, পাহাড়তলীতে অবস্থিত ১৯২৪ সালে প্রতিষ্ঠিত রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১হাজার ৫শত ছাত্র পড়াশোনা করে। নগরীর ব্যস্ততম সড়কের পাশে বিদ্যালয়টির অবস্থান হওয়ায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করে। ইতোমধ্যে ওই এলাকায় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রেলওয়ে স্কুলের ছাত্র, অভিভাবক ও পথচারীদের নিরাপদে চলাফেরার জন্য প্রয়োজন বিদ্যালয় সম্মুখ সীমানায় ফুটপাত ওয়াকওয়ে নির্মাণ জরুরি।
মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ বিষয়ে গুরুত্ব অনুধাবন করে উক্ত স্থানে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার স্থাপনে দ্রুত ব্যবস্থা নিতে চসিক প্রধান প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন। তিনি ফুটপাতে ওয়াকওয়ে নির্মাণেও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তাদেরকে আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা প্রকল্পের প্রস্তাবিত নকশা পরিবর্তনের দাবি
পরবর্তী নিবন্ধযারা নিবেদিতপ্রাণ, তারা স্বীকৃতির আশায় থাকেন না