নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে পোর্ট কলোনিস্থ বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় হলে ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয় নবী মুহাম্মদ (দ.)’ বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা গতকাল মঙ্গলবা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা নাজনীন খানমের সভাপতিত্বে এবং নিষ্ঠা ফাউন্ডেশনের পিআরও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও চবি সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টি ও ফুলকলির জিএম এম এ সবুর, সুফিনামা সম্পাদক খাজা ওসমান ফারুকী হিমাদ্রি। মূখ্য আলোচক বলেন, বাংলাদেশের জনগণের এক তৃতীয়াংশের অধিক তরুণ-তরুণী। শিক্ষাদীক্ষা, সভ্যতা-সংস্কৃতি ও নৈতিকতায় তাদের ভিত মজবুত করা গেলে সত্যিকার সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বর্তমানে যুবসমাজের অধিকাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম জ্বরে আক্রান্ত। অনেকেই মাদকাসক্ত। দিকভ্রান্ত, উচ্ছৃঙ্খল ও বাঁধনহারা তরুণ-তরুণীদেরকে নৈতিকতাসম্পন্ন করে গড়ে তোলার বিষয়টি সর্বমহলকে গুরুত্ব দিতে হবে। জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশন মানবসেবার পাশাপাশি মোটিভেশনের কাজ চালিয়ে যাচ্ছে।
প্রধান শিক্ষিকা তাঁর বক্তব্যে যুগোপযোগী উদ্যোগ গ্রহন করার জন্য নিষ্ঠা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এতে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, ওমর ফারুক, নাসরিন সুলতানা, খালেদ ইমরান, পিয়া দত্ত, সাখাওয়াত হোসেন, হরেষ কান্তি, লুৎফুন নাহার এবং নিষ্ঠা ফাউন্ডেশন আজীবন সদস্য আবু বকর ও স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।