রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী স্মরণে এক আলোচনা সভা গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। পাহাড়তলীস্থ এম.এস.হক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযাদ্েধা মো. রফিক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী এফএম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) মো. মহিউদ্দিন আরিফ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান।
সভার শুরুতে প্রয়াত নেতা মোহাম্মদ আলী সহ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় । এতে সকলের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
এতে প্রধান অতিথি এফএম মহিউদ্দিন মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন- সর্বস্তরের রেলকর্মীদের দাবি আদায়ে তিনি সব সময় সক্রিয় ছিলেন।
এরআগে জাতীয় নেতৃবৃন্দ রেল শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ে এই নেতার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক এমএম শাহদে আলী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর এবিএম শফিকুল আলম। প্রেস বিঞ্জপ্তি।