রেলওয়ে পূর্বাঞ্চলের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি দেয়া হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এ এম সালাহ উদ্দিনকে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে। অপরদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সাদেকুর রহমানকে ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার পদে বদলি করা হয়। এদিকে পূর্বাঞ্চলে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়া হয় তারেক মোহাম্মদ সামছ তুষারকে। এছাড়াও পূর্বাঞ্চলের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট সুজিত কুমার বিশ্বাসকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহীর) প্রধান সংস্থাপন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মকর্তাদের বদলির এ তথ্য জানানো হয়েছে।