অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে ড্র করেছে চট্টগ্রাম জেলা পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দলের খেলা ২-২ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে রেলওয়ে রেঞ্জার্স ১-০ গোলে এগিয়েছিল। খেলার ২৭ মিনিটে এ গোলটি করেন ইরফান। এ ব্যবধানেই খেলার বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে পুলিশ রেলওয়ে দু’দলই আক্রমণে মেতে উঠে। ফলে দু’পক্ষ গোলও পায়। ৬৬ মিনিটে নিজেদের গোলসংখ্যা দ্বিগুন করে রেলওয়ে রেঞ্জার্স। এবারো গোল করেন সেই ইরফান। বঙে ঢুকে বল জালে দেন তিনি (২-০)। দু’গোলে পিছিয়ে পড়ে জেলা পুলিশ দল খেলায় ফিরে আসার চেষ্টা করে। খেলোয়াড় বদল করে আক্রমণে গতি আনার পরিকল্পনা নেয় তারা। তাদের এ লক্ষ্যে তারা সফল হয়। বেশি সময় নেয়নি তারা। ৭১ মিনিটে পুলিশ ফিরিয়ে দিতে সক্ষম হয় একটি গোল। বদলি মো. ইসাহাক এ গোলটি করেন (১-২)। পুলিশের উপর্যুপরি আক্রমনে ৯২ মিনিটের সময় গোলমুখে জটলার সৃষ্টি হয়। জটলার ভেতর থেকে বদলি খেলোয়াড় নুরুল আমিন গোল করলে খেলায় সমতা ফিরে আসে (২-২)। বাকি অল্প সময়ে আর কেউ গোল করতে পারেনি। জেলা পুলিশ তাদের ৩ খেলা শেষে ২ পয়েন্ট অর্জন করেছে। তারা দুটি খেলায় ড্র এবং একটি খেলায় পরাজিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সও ৩ খেলা শেষে ২ পয়েন্ট পেয়েছে। তারাও ২টি খেলায় ড্র এবং ১টি খেলায় পরাজিত হয়েছে। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সের খেলোয়াড় ইরফান। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এম.এ মুছা বাবলু। আজ প্রথম বিভাগ লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২.৪৫টায় অনুষ্ঠেয় এ খেলায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং বাকলিয়া একাদশ পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।