রেলওয়ে জেলা পরিদর্শনে অতিরিক্ত মহাপরিদর্শক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:৩৮ অপরাহ্ণ

রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. দিদার আহম্মদ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেলওয়ে জেলা পরিদর্শন করেন। তিনি পরিদর্শনকালে শুরুতেই পুলিশ লাইন্সে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি পুলিশ লাইন্সে শতবর্ষ ফলবাগানে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করেন। তিনি পুলিশ লাইন্সের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম রেলওয়ে জেলার থানা, ফাঁড়ি ও সামগ্রিকভাবে রেলওয়ে জেলার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভ্যাট বুথ বসিয়ে ভ্যাট সেবা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক