রেলওয়ে কলোনিতে বসতঘরে আগুন

আজাদী প্রতিবেদন ম | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন দক্ষিণ আমবাগান রেলওয়ে কলোনির একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮০ হাজার টাকা সমমূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকা সমমূল্যের সম্পদ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি টিম ১ ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জাহিদ হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রেলওয়ে কলোনীর একটি সেমিপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট সেখানে দ্রুত ছুটে যান এবং জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকাণ্ডের উৎস জানতে চাইলে তিনি বলেন, কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধসিপাহী জনতার অভ্যুত্থান যুগান্তকারী ঘটনা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল