রেলওয়ে ও তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা

রেললাইন নির্মাণে অনুমোদনের বাইরে পাহাড় কর্তন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৫:৫২ পূর্বাহ্ণ

দোহাজারি-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পে নির্বিচারে পাহাড়কাটার অভিযোগে বাংলাদেশ রেলওয়ে, ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ এন্ড কন্সট্রাকশন লিমিটেড ও ঠিকাদারের প্রতিনিধি মেসার্স হাসান ইন্টারন্যাশনালকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার নগরীর খুলশীস্থ পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে তাদের জরিমানা করেন পরিচালক মোহাম্মদ মোয়াজ্জাম হোসাইন। প্রতিষ্ঠানটি অনুমোদনের বাইরে দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কর্তন করে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আদেশে উল্লেখ করা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার রমনা এলাকার তমা কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, সাব ঠিকাদার কঙবাজারের কলাতলীর মেসার্স হাসান ইন্টারন্যাশনালের মালিক মো. ইলিয়াছ এবং প্রকল্পটিতে রেলওয়ের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমানকে এ জরিমানা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন দৈনিক আজাদীকে বলেন, দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্পের জন্য চুনতি ইউনিয়নের রাঙ্গাপাহাড় এলাকায় অনুমোদনের বাইরে ২ কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কেটেছে। তাদের ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু তারা আরো ২০টি বেশি কেটেছে। পরিবেশ অধিদপ্তরের টিম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় রেলওয়ে ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। পরে শুনানি শেষে তাদের ৫০ কোটি টাকা পরিবেশগত ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
তিন প্রতিষ্ঠানকে একসঙ্গে জরিমানা করা হলেও কার অংশ কতটুকু জানতে চাইলে পরিচালক মোয়াজ্জম হোসাইন বলেন, বাংলাদেশ রেলওয়ে কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান সবাই একাকার। এখন একত্রে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। তারাই নির্ধারণ করবে, কার অংশ কতটুকু। জরিমানা পরিশোধের জন্য নিয়ম মোতাবেক ৭ দিনের সময় দেওয়া হয়েছে। তারা চাইলে মন্ত্রণালয়ে আপিলও করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধজানুয়ারিতেই অক্সফোর্ডের টিকা পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর
পরবর্তী নিবন্ধমাঠে ২৭৭ কাউন্সিলর প্রার্থী