রেলওয়ে এমপ্লয়ীজ হাইস্কুলে নিষ্ঠা ফাউন্ডেশনের সভা

| শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৩৫ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর টাগারপাসস্থ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুল হলে প্রিয় নবী মুহাম্মদ (দ.) বিষয়ক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ জাকেরের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের ট্রাস্টি এম এ সবুরের সঞ্চালনায় এতে মুখ্য আলোচক ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মঈনুদ্দীন মো. নুরুল ইসলাম। মুখ্য আলোচক বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার, সামাজিক অবক্ষয় ও বিজাতীয় অপসংস্কৃতি কারণে যুবসমাজের বড় একটি অংশ বিপথগামী হচ্ছে। কিশোর গ্যাং সহ বিভিন্ন গ্রুপে যুগ দিয়ে কম বয়সে খুনখারাবির মত অপরাধে জড়িত হয়ে যাচ্ছে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও সুশিক্ষিত ও নৈতিকতা সম্পন্ন মানবসম্পদ তৈরি হচ্ছে না। এমন অবস্থা থেকে উত্তরনের নবী করিম (দ.) জীবনাদর্শের অনুসরণ করতে হবে। তাই নিষ্ঠা ফাউন্ডেশন উক্ত শিরোনামে স্কুল-কলেজ ক্যাম্পেইন শুরু করেছে। শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দা সেলিমা ইমাম, শিউলী বড়ুয়া, মাছুমা আক্তার, মোহাম্মদ মজিবুল হক, হুমায়রা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরসভার ফুটপাতে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ