রেলওয়ে এবং কর্ণফুলীর পয়েন্ট ভাগাভাগি

প্রথম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগের গতকালের ম্যাচে জিতেনি কোন দলই। লিগের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল কর্ণফুলী ক্লাব ও বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স । দুদলের কেউই হারেনি। পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বিকেলে অনুষ্ঠিত দুদলের এই ম্যাচটি ১-১ গোলে ড্র হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু দল। যদিও এই ম্যাচে জয়ের সহজ সুযোগটি হাতছাড়া করে রেলওয়ে রেঞ্জার্স। পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে না পেরে রেলওয়ে রেঞ্জার্সকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে দু দল। তবে শুরুতেই এগিয়ে যায় কর্ণফুলী ক্লাব। খেলার ৮ মিনিটে নুর সিদ্দিকীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কর্ণফুলী ক্লাব । তবে তাদের সে আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। গোল হজমের ৬ মিনিট পর সাকিলের গোলে সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয় রেলওয়ে রেঞ্জার্স। ফলে ব্যবধান দাঁড়ায় ১-১। এরপর দু দলই খেলতে থাকে আক্রমনাত্নক ফুটবল। কিন্তু সুযোগ পাচ্ছিলনা কেউই।

এরই মধ্যে প্রথমার্ধের একেবারে শেষ দিকে খেলার ৪৩ মিনিটে নিজেদের ডিবক্সে কর্ণফুলীর এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি ঘোষণা করে ম্যাচের রেফারী। কিন্তু রেলওয়ে রেঞ্জার্সের আবিরের নেয়া শটটি কর্নফুলী ক্লাবের গোল রক্ষক মোস্তাফিজুর ঝাপিয়ে পড়ে দু’দফা চেষ্টায় প্রতিহত করতে সক্ষম হয়। গোলের একেবারে সহজ সুযোগ হাতছাড়া করে কিছুটা হতাশ হয়ে পড়ে রেলওয়ে রেঞ্জার্স দল।

প্রথমার্ধ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও সমানতালে খেলতে থাকে দু’দল। তবে গোল করার মত তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময় উভয় দলের গোলমুখে আক্রমণের পর আক্রমণ রচনা করতে থাকে। কিন্তু দু দলের ফরোয়ার্ডরা আদায় করে নিতে পারেনি কোন গোল। স্ট্রাইকারদের ব্যর্থতায় এই অর্ধে কোন গোল হয়নি। শেষ পর্যন্ত দু দলকে একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়।

এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে রেলওয়ের রেঞ্জার্সের শাকিল। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. রাশেদুর রহমান মিলন। আজ লিগে একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে। আর সে ম্যাচে মুখোমুখি হবে কল্লোল সংঘ এবং বাকলিয়া একাদশ । খেলাটি অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৪৫ মিনিটে ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল চাঁদপুর যাচ্ছে আজ
পরবর্তী নিবন্ধবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬৩ কোটি ৪৫ লাখ