রেলওয়ে এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোর দ্বিবার্ষিক নির্বাচন

| রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পতেঙ্গা সার্কেল চট্টগ্রাম মো. মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক (২০২৩-২৪) নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত নগরীর হালিশহর থানাধীন প্রিন্স অব চিটাগং কমিউনিটি সেন্টারে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পতেঙ্গা সার্কেলের মো. মিজানুর রহমান।

এবারের কার্যকরী কমিটির নির্বাচনে ১১ জন সদস্যের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মিজানুর রহমান বলেন, সকলের সার্বিক সহযোগিতার কারণে একটি অবাধ, সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পেরেছি। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট আইডিয়াল গার্লস মাদরাসার অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ
পরবর্তী নিবন্ধআয়তনের ওপর গৃহকর নেয়ার দাবি