নগরীর সিটি কলেজ সংলঘ্ন নিউমার্কেট এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ২০ টি দোকানপাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এর মধ্যে মোবাইলের সরঞ্জাম, সাইকেল, চায়ের দোকান, হোটেলও রয়েছে। এতে প্রায় ৩০ শতক জায়গা উদ্ধার হয়েছে। এসব জায়গার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। গতকাল চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন এবং রেলওয়েকে উদ্ধারকৃত জায়গা বুঝিয়ে দেন। ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, দীর্ঘদিন থেকে কিছু অসাধু ব্যবসায়ী এসব দোকান অবৈধভাবে নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। রেলওয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রেলওয়ের এসব জায়গা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের পাশে একটি মসজিদ রয়েছে। দোকানপাট থেকে প্রাপ্ত ভাড়া দিয়ে চলত মসজিদের খরচ। অভিযানে গেলে ব্যবসায়ীরা এ কথা জানিয়েছেন। কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মূলত অবৈধভাবে এসব দোকানপাট করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আরো বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা রেলওয়ে পুলিশ সুপারকে টাকা দেন। এ কথা সঠিক কিনা জানি না। আমাদের কথা হচ্ছে, রেলওয়ের জায়গায় দোকানপাট করার অনুমোদন রেলওয়ে পুলিশ সুপার দিতে পারেন না। অনুমোদন নিতে হবে রেলওয়ের স্টেট ডিপার্টমেন্ট থেকে। উচ্ছেদকৃত দোকানপাট গড়ে তোলার পেছনে একটি সিন্ডিকেট ছিল উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, আমরা রেলওয়েকে প্রতিবেদন দিয়েছি। এ বিষয়ে রেলওয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। জেলা প্রশাসন সূত্র জানায়, রেলওয়ে স্টেট অফিসার, সিএমপির একটি টিম ও আরএনবি এ অভিযানে সহায়তা করে।