রেলওয়ের কাছে হেরে গেল কিষোয়ান

বাকলিয়া-লাকী স্টার ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে প্রথম পরাজয়ের মুখ দেখেছে শিরোপা প্রত্যাশী কিষোয়ান স্পোর্টিং ক্লাব। গতকাল মঙ্গলবার দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ১-০ গোলে কিষোয়ানকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই রেলওয়ের বদলি খেলোয়াড় মো. আবির এ গোলটি করেন। এ পরাজয়ে কিষোয়ান বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। তবে এ পরাজয়ের আগে পরপর দুটি খেলাতেও পয়েন্ট হারিয়েছিল তারা। ফিরিঙ্গীবাজার লাকী স্টার এবং কল্লোল সংঘের সাথে ড্র করেছিল কিষোয়ান। অবশ্য প্রথম দুটি খেলায় জয় পেয়েছিল তারা। ৫ খেলা শেষে তাদের পয়েন্ট হয়েছে ৮। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে কিষোয়ানের দুর্ভাগ্য বলতে হবে তারাই খেলায় এগিয়ে যেতে পারতো। কিন্তু পেনাল্টি মিসের কারণে তা আর হয়নি। আর এই পেনাল্টি মিসেরই খেসারত দিতে হয়েছে কিষোয়ানকে গতকাল। প্রথমার্ধের শেষ দিকে রেলওয়ে রক্ষণভাগের ফাউলের কারণে পেনাল্টি লাভ করে কিষোয়ান। রেলওয়ের খেলোয়াড়রা প্রতিবাদ জানালেও রেফারী খোরশেদ আলম অটল ছিলেন তার সিদ্ধান্তে। পরে অবশ্য পেনাল্টি মেনে নেন তারা। পেনাল্টি নিতে আসেন কিষোয়ান অধিনায়ক মো. আরিফ। কিন্তু তার শট ঠেকিয়ে দেন রেলওয়ে কিপার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় উজ্জীবিত রেলওয়ে রেঞ্জার্স। ডান প্রান্ত দিয়ে চমৎকারভাবে উঠে যান আরিফুল ইসলাম। কর্ণারের কাছাকাছি থেকে ক্রস করেন কিষোয়ান গোলমুখে। জায়গামতো ছিলেন বদলি খেলোয়াড় মো. আবির। ছোঁ মেরে হেড করে বল জালে দিয়ে দেন তিনি। কিষোয়ান কিপার কিছু করার সুযোগই পাননি (১-০)। এ গোলের পর রেলওয়ে বেশ উঠে খেলতে থাকে। ৫২ মিনিটে আরো একবার দুর্ভাগ্যের সম্মুখীন হয় কিষোয়ান। তারা ১০ জনের দলে পরিণত হয়। ফাউলের কারণে ইমন বড়ুয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তা লাল কার্ডে পরিণত হয় এবং তাকে মাঠ ত্যাগ করতে হয়। ৬৫ ও ৬৬ মিনিটে দুটো দারুণ সুযোগ পেয়েছিল রেলওয়ে গোল করার। কিন্তু তারা ব্যর্থ হয়। প্রথমবার শাকিলের শট সাইডবারের পাশ দিয়ে চলে যায়। এরপর রাশেদুল ইসলাম বক্সে বল পেয়েও উপর দিয়ে মেরে নিশ্চিত গোল নষ্ট করেন। খেলার শেষ দিকে কিষোয়ান গোল শোধে মরিয়া হয়ে আক্রমণে উঠে। একের পর এক আক্রমণ করতে থাকে তারা রেলওয়ে রক্ষণভাগে। কিন্তু সুবিধা করে উঠতে পারেনি তারা রেলওয়ের রক্ষণভাগের দৃঢ়তার কারণে। বিশেষ করে ডিফেন্ডার রাকিব দুটি নিশ্চিত গোল প্রতিহত করে দলকে বিপদমুক্ত রাখেন। কিষোয়ানের গোল করার অনেকগুলো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হলে লিগে নিজেদের প্রথম পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় কিষোয়ানকে। ৫ খেলা শেষে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ৮ পয়েন্ট অর্জন করেছে। শেষ দুটো খেলায় টানা জয় পেয়েছে তারা। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মো. আবির। তার হাতে ক্রেস্ট তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠানের ম্যানেজার বাপ্পা ঘোষ। এর আগে দিনের প্রথম খেলায় খেলায় বাকলিয়া একাদশ ১-১ গোলে ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাবের সাথে ড্র করে। দু’দলের প্রথমার্ধের খেলা ড্র হয়। খেলার ৬০ মিনিটে প্রথম গোল করে লাকী স্টার। দলের নুরুল আলম এ গোলটি করেন। ৬৩ মিনিটে সে গোল পরিশোধ করে দেন বাকলিয়ার রুবেল রানা। ৫ খেলা শেষে বাকলিয়া একাদশের পয়েন্ট ৬ এবং সমান খেলায় লাকী স্টারের পয়েন্ট ৩। গতকালের এ খেলায় খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব দলের খেলোয়াড় মো. আইয়ুব। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান।
আজ প্রথম বিভাগ ফুটবল লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের ১ম খেলা দুপুর ১২.৪৫ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে চট্টগ্রাম জেলা পুলিশ এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। দিনের ২য় খেলা বেলা ২.৪৫ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং কল্লোল সংঘ। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘শনিবার বিকেল’ এখনও আটকে থাকায় ১২৯ সংস্কৃতিকর্মীর উদ্বেগ
পরবর্তী নিবন্ধবনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে নওজোয়ান গ্রীন-পাইরেটস ম্যাচ ড্র