রেলওয়ের অফিস কর্মচারী পরিষদের ৮ দফা দাবিতে মিছিল সমাবেশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ১১-২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের পদোন্নতি কার্যক্রম দীর্ঘদিন বন্ধ। নিয়োগবিধি-২০২০ সংশোধনসহ ৮ দফা দাবিতে অফিস কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ সিআরবিতে মিছিল শেষে জিএম (পূর্ব) কার্যালয়ের সামনে অবস্থান করেন এবং সমাবেশ করেন। সমাবেশ শেষে রেলওয়ের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের জন্য চট্টগ্রামস্থ বাংলাদেশ রেলওয়েতে সিআরবি, সিসিএস, নিয়োগবিধি ২০২০ সংশোধনসহ ৮ দফা দাবিতে অফিস কর্মচারী পরিষদ বাংলাদেশ রেলওয়ের কর্মসূচিডিআরএম, ডিইএন, কারখানা ও স্টোর ডিপোতে দপ্তরে কর্মরত কর্মচারীরা সকাল ১০টায় মহাব্যবস্থাপকের (পূর্ব) কার্যালয়ে উপস্থিত হন। স্মারকলিপি প্রদানের পূর্বে অফিস কর্মচারী পরিষদ বাংলাদেশ রেলওয়ের আহ্বায়ক আবজুরুল হক তুহিনের সভাপতিত্বে ও শান্তনু দাশের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অফিস কর্মচারী পরিষদের সদস্য সচিব মো. সিরাজুল হক, স্টোর বিভাগের প্রতিনিধি তামান্না বিনতে আজাদ, রেলওয়ে নিরাপত্তা বিভাগের প্রতিনিধি ইমাম হোসেন উজ্জল, সিগন্যাল বিভাগের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সিসিএস কার্যালয়ের প্রতিনিধি ফেরদৌস রহমান, ডিআরএম কার্যালয়ে প্রতিনিধি মো. নূরনবী, সিএমই দপ্তরের ফরিদা আক্তারসহ অফিস কর্মচারী পরিষদ বাংলাদেশ রেলওয়ের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।সভায় বক্তারা রেলের নিয়োগবিধি সংশোধনসহ ৪৭ হাজার জনবল কাঠামোতে পূর্বের ন্যায় দাপ্তরিক পদ বহাল রাখা, ঝুঁকিভাতা প্রদান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহসহ দাবিসমূহ মেনে নেয়ার জন্য রেল প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভা শেষে প্রতিনিধি দল মহাব্যবস্থাপকের (পূর্ব) নিকট স্মারকলিপি হস্তান্তর করেন এবং ইমেইল যোগে স্মারকলিপি ডিজি কার্যালয়ে প্রেরণের অনুরোধ করেন। মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন প্রতিনিধি দলকে তাদের দাবিগুলো রেল ভবনে ডিজির কাছে পাঠাবেন বলে আশ্বস্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে হবে দেশের প্রথম প্রাকৃতিক রাবার মেলা
পরবর্তী নিবন্ধজাপানিজ ইসুজু ট্রাকের ৩ নতুন মডেল বাজারে আনলো উত্তরা মোটর্স