রেলওয়ের অনলাইন টিকিট এখন বাংলায় পাওয়া যাচ্ছে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

রেলওয়ের অনলাইন টিকিট ইংরেজির পাশাপাশি এখন থেকে বাংলায়ও পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে যাত্রীদের দাবি ছিল রেলওয়ের অনলাইন টিকিট যেন বাংলায় করা হয়। শেষ পর্যন্ত যাত্রী সাধারণনের সেই দাবি পূরণ হলো। গতকাল শনিবার থেকে রেলওয়ের অনলাইন টিকিট ইংরেজির পাশাপাশি বাংলায় পাওয়া যাচ্ছে। রেলওয়ের টিকিট সশরীরের পাশাপাশি অনলাইনেও পাওয়া যায়। কিন্তু অনলাইন টিকিটে সবকিছু ইংরেজিতে লিখা থাকায় অনেকের পড়তে অসুবিধা হতো। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসার পর যাত্রীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি এখন থেকে রেলওয়ের টিকিটে বাংলায়ও বিবরণী থাকবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী আজাদীকে বলেন, দীর্ঘদিন থেকে যাত্রী সাধারণের দাবি ছিল রেলওয়ের অনলাইন টিকিট বাংলায় করার জন্য। শনিবার (গতকাল) থেকে আমাদের অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও পাওয়া যাচ্ছে। আমি বিষয়টি দেখেছি। বাংলায় হওয়াতে সকল যাত্রীদের বুঝতে এখন সুবিধা হবে।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে