রেলওয়ে শ্রমিকদের মারামারি

১ ঘণ্টা বিলম্বে যাত্রা কর্ণফুলী এক্সপ্রেসের বন্ধ মালবাহী ট্রেন চলাচল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪৩ পূর্বাহ্ণ

রেলওয়ে শ্রমিকদের মারামারিতে এক ঘণ্টা দেরিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস। গতকাল রেলওয়ের হালিশহরস্থ চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) ট্রেন চালকের সঙ্গে ওয়েম্যানদের মারামারির কারণে ট্রেনের ইঞ্জিন সময়মতো স্টেশনে পৌঁছাতে পারেনি।

এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতুন কুমার চৌধুরী আজাদীকে বলেন, সিজিপিওয়াই স্টেশনে রেলওয়ের শ্রমিকদের মধ্যে ঝামেলার কারণে স্টেশনে ঠিক সময়ে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন আসেনি। যার কারণে সকাল ১০টার কর্ণফুলী এক্সপ্রেস ১১টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায়। এদিকে ট্রেন চালকের সঙ্গে ওয়েম্যানের বাকবিতণ্ডার জের ধরে দুপক্ষের মারামারিতে বন্ধ রয়েছে মালবাহী ট্রেন চলাচল। এর পাশাপাশি সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) কর্ণফুলী এক্সপ্রেসের সামনে লাল পতাকা দিয়ে এক ঘণ্টা আটকে রাখে রেলওয়ের ওয়েম্যান কর্মীরা। এই কারণে ঠিক সময়ে চট্টগ্রাম স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন আসতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধগোপন আস্তানা থেকে পালিয়ে বাঁচলেন ইটভাটা ম্যানেজার
পরবর্তী নিবন্ধপর্যটক বরণে প্রস্তুত কক্সবাজারের আইকনিক স্টেশন