রেলওয়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শোকসভা ও দোয়া মাহফিল

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে।

উদ্যোক্তা, সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। মো: সালাম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. মো. হুমায়ুন কবির। এতে প্রধান আলোচক ছিলেন কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান আকন্দ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো: লোকমান হোসেন টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার মো. আপেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মহাসচিব মো শফিকুল ইসলাম বাবু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র চর্চার এই সময়ে নাশকতা হলে জনগণ রুখে দাঁড়াবে
পরবর্তী নিবন্ধজাতীয় শিক্ষা সপ্তাহে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের সাফল্য