রেলওয়ের শান্টিং ইঞ্জিনে আগুন, বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেসের রেক আনার সময় শান্টিং ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে ৫ নম্বর প্লাটফর্মে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও রেল কতৃপক্ষ জানায়, চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় রেলওয়ের মার্শালিং ইয়ার্ড থেকে মেঘনা এক্সপ্রেসের একটি রেক নিয়ে স্টেশনে আসতেছিল শান্টিং ইঞ্জিন।

রেল স্টেশনে পৌঁছতেই হঠাৎ ইঞ্জিনের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে রেলের কর্মচারীরা ২০ মিনিট ধরে চেষ্টা করে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ইঞ্জিনের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনায় বড় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড বাঁশবাড়িয়ায় জামায়াত ইসলামীর কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন