নগরীর রেয়াজুদ্দিন বাজারে আড়তে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।
অভিযানে মেসার্স আকবর ট্রেডার্সে মূল্য তালিকা না থাকা ও ক্রয় ভাউচার না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়ে মূল্য তালিকা হালনাগাদ না করা ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় ৬ হাজার টাকা এবং মেসার্স আসিফ ট্রেডার্সে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রয় ও ক্রয়–বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ১০ হাজার জরিমানা করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। তিনি জানান, আড়তে আলুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। মূল্যবৃদ্ধির শঙ্কা নেই।