রেয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে হানা, ১২ হাজার টাকা জরিমানা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ২:০৫ অপরাহ্ণ

দেশে পর্যাপ্ত আলু মজুদ থাকার পরেও কৃত্রিমভাবে আলুর বাজারে সংকট দেখিয়ে দাম বেশি নেওয়া হচ্ছে। বাজারে চলছে অস্থিরতা। বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ শুক্রবার বেলা ১১টার সময় চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংক্ষণ অধিদফতর। এসময় তিনটি দোকানকে মূল্য তালিকার ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান, ভবিষ্যতে বেশী মূল্য রাখা হলে জরিমানা করা হবে। এছাড়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধশিক্ষার মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব