চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেছেন, রেমিট্যান্স হচ্ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে দিন দিন আরও শক্তিশালী করছে। এক সময় দক্ষতা অর্জন ছাড়া আমাদের দেশের লোকজন মধ্যপ্রাচ্যে গিয়ে কায়িক পরিশ্রম করার পরও কিছুই করতে পারতো না। শুধু দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে আর কষ্ট পেতে হবে না। তারা নিজেরাই স্বাবলম্বী হবে এবং দেশকে আলোকিত করবে।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এসব কথা বলেন।
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে সার্কিট হাউজ চত্ত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার, ওয়েল ফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রবাসী মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক প্রদান, জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর আগ্রাবাদস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করা হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমার সভাপতিত্বে ও হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, মহিলা টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আশরিফা তানজীম, ইসলামী ব্যাংক পিএলসি’র এঙিকিউটিভ ভাইস চেয়ারম্যান শহিদুল্লাহ মজুমজার, প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হাসান মো. শাহরিয়ার, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আতিকুল আলম, বেসরকারী সংস্থা প্রত্যাশীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
বক্তব্য রাখেন সফল অভিবাসী এইচ.এম ইউসুফ, মেসার্স থ্রি স্টার ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো. আবদুল খালেক। এ সময় প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার, রিক্রুটিং এজেন্সি, সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।












