চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামশেদ খোন্দকার বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিদেশ গমনে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি ৪ শতাংশ সুদে ৭০০ কোটি টাকার ঋণ দিচ্ছে। সরকার দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে চট্টগ্রামের ছয়টি উপজেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় টিটিসি স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে। গত শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নগরীর আগ্রাবাবদস্থ সরকারি কার্যভবন-২ এর সামনে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত ‘কোভিড-১৯ মহামারীকালীন অভিবাসন প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার অভিবাসন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’। এর আগে প্রবাসীদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার। অভিবাসী দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক ফরহাদ হোসেন খান, চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার এমরান আলী, মহিলা বিষয়ক উপ-পরিচালক মাধবী বড়ুয়া, বিকেটিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওরীন সুলতানা, মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসিফা তানজীম, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমা, আবদুস সবুর, রিসান রেজা, এম এ নাজিম উদ্দিন।
দিবসটি উপলক্ষে প্রবাসীর ৫৭৬ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তির চেক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে একই সাথে প্রবাসী কর্মীদের ৫৭৬ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। পিইসি শিক্ষার্থী প্রত্যেককে ১৪ হাজার, জেএসসি শিক্ষার্থী প্রত্যেককে ২১ হাজার, এসএসসি শিক্ষার্থী প্রত্যেককে ২৭ হাজার ৫০০ ও এইচ.এস.সি’ শিক্ষার্থী প্রত্যেককে ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।