চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী সমিতির সিনিয়র সদস্যরা গণহারে তাদের সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছে। কিছু দিন আগে ১২ জন সিনিয়ন রেফারী তাদের সদস্য পদ প্রত্যাহার করে নেয় সমিতি থেকে। এবার তাদের সাথে যোগ দিয়েছেন আরো পাঁচ জন। এবার যে পাঁচ জন তাদের সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন ফিফা রেফারী নাসির উদ্দিন, প্রথম শ্রেণির রেফারী আসহাদুল ইসলাম টিপু, দ্বিতীয় শ্রেণির রেফারী মাইদুল ইসলাম, দ্বিতীয় শ্রেণির রেফারী মোহাম্মদ হারুন এবং তৃতীয় শ্রেণির রেফারী ধীমান বড়ুয়া। চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী এসোসিয়েশন থেকে নিজেদের সদস্য পদ প্রত্যাহার করে নেওয়া এইসব রেফারীদের অভিযোগ সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। তার স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, রেফারী সমিতিতে জুয়ার আসর বসানোসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে থাকায় তাকে আজীবন নিষিদ্ধ করেছিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা গঠিত তদন্ত কমিটি। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির বলে তিনি আবার স্বপদে বহাল রয়েছেন। তবে রেফারী সিমিতির সদস্যরা বিশেষ করে সিনিয়র সদস্যরা তার অধীনে থাকতে চাননা। ফিফা রেফারী, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি এমনকি তৃতীয় শ্রেণির রেফারীরাও তাদের সদস্য পদ প্রত্যাহার করে নিচ্ছে।