বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৫–২০২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠনে জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুসরণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
আগামী ২২ অক্টোবর চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শেখ মোহাম্মদ আজিজ উল্লাহ, নির্বাচন কমিশনার মোহাম্মদ মঈন উদ্দীন এবং নির্বাচন কমিশনার মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী ও ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক। প্রেস রিলিজ।