রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করে সভার কাজ শুরু হয়। রেড ক্রিসেন্ট জেলা ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, ট্রেজারার এম এ সালাম, প্রধান নির্বাচন কমিশনার মো. দিদারুল আলম, সেক্রেটারি মো. আসলাম খান, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, সিটি ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ, কার্যনির্বাহী সদস্য, আজীবন ও বার্ষিক সদস্য এবং যুব সদস্যবৃন্দ। ইউনিটের কার্যবিবরণী, অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন ইউনিট সেক্রেটারী মো. আসলাম খান। সভাপতির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, রক্তদান, আর্ত মানবতার সেবা, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। সারাবিশ্বের মত বাংলাদেশে রেডক্রিসেন্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তিনি বলেন, শীত মৌসুমে শীতার্ত মানুষ যেন পর্যাপ্ত শীতবস্ত্র পায় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি। হাসপাতালের আয় বৃদ্ধিসহ অন্যান্য সেক্টরে সেবাকার্যক্রম উন্নত করা হয়েছে। বিভিন্ন দিবস উদযাপনসহ নানাবিধ পরিকল্পনা গ্রহণে হাসপাতালের ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীরা স্বতঃফূর্ত ভাবে সেবা প্রদান করছে এতেই উন্নত হয়েছে সেবার মান। তিনি বলেন, এই ইউনিটের দায়িত্ব নিয়ে আমি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা : মনজুর আলম
পরবর্তী নিবন্ধসংগ্রহশালায় নজরুলের ‘জগৎতারিণী’ ‘পদ্মভূষণ’ পদক আসল নয়!