বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম সিটি ইউনিটের প্রাক্তন কার্যকরী পর্ষদ সদস্য ও যুব প্রধান গোলাম বাকী মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য শাফকাত জাহান, যুব প্রধান গাজী মো. ইফতেখার হোসেন ইমু, উপ-যুব প্রধান-১ জনি চৌধুরী ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পর্ষদের কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।